ব্যুরো রিপোর্ট: ডায়মন্ড হারবার স্টেশনের কাছেই এক যুগলকে রেল লাইনে বসে গল্প করার খেসারত দিতে হল। শনিবার সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ ডাউন শিয়ালদাহ-ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে যুবকের।
এদিকে ট্রেনের ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি তরুণী। হুইসেল সত্ত্বেও লাইন ছেড়ে না ওঠায় প্রাণ খোয়াতে হল যুবককে।জানা গিয়েছে বারংবার হুইসেল দিলেও যুগল লাইন ছেড়ে ওঠেনি। শেষ পর্যন্ত ব্রেক কষার চেষ্টাও করেন লোকো পাইলট।
তবে শেষ রক্ষা হয়নি। সেই মুহুর্তেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। মৃত যুবকের নাম মাসুদ শেখ। দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বকচর এলাকার বাসিন্দা। এদিকে আহত তরুণী বাগাড়িয়া এলাকার এক স্কুল পড়ুয়া বলে জানা গিয়েছে।
ডায়মন্ড হারবারে টিউশন পড়তে আসত সেই তরুণী। তারপর সন্ধ্যার পর সেখানে তরুণীর সঙ্গে দেখা করতে আসত মাসুদ। সেখানে রেল লাইনে বসে দুই জনে গল্প করত বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার জিআরপি।