ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করল সিপিএম

ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করল সিপিএম

ব্যুরো রিপোর্ট:  ত্রিপুরায় তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত ও সুদীপ রাহা-র ওপর হামলা ও গ্রেফতারির ঘটনায় তৃণমূলের পাশে দাঁড়াল সিপিএম। এর পাশাপাশি বিবৃতি প্রকাশ করে বিপ্লব দেব সরকারের কড়া নিন্দাও করা হয়েছে তাদের তরফে।

একটি বিবৃতি প্রকাশ করে ত্রিপুরা সিপিএম-এর তরফে বলা হয়েছে, ‘আমবাসা মহকুমা এবং ধর্মনগরে তৃণমূল নেতা-কর্মী এবং অফিসে রাজ্যের শাসকদল বিজেপি-র দুর্বৃত্ত বাহিনীর ফ্যাসিস্টসুলভ আক্রমণের তীব্র নিন্দা করছে সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী।

বিজেপি-র রাজত্বে রাজ্যে ভারতের সংবিধানে প্রদত্ত মত প্রকাশের, সংগঠন করার অধিকার, আইন-গণতন্ত্রের কোনও অস্তিত্ব নেই— তা সমগ্র দেশবাসীর সামনে আবারও উন্মোচিত হয়েছে। এ ধরনের ফ্যাসিস্টসুলভ আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হতে সমস্ত জনগণের প্রতি সিপিআই (এম) আহ্বান জানাচ্ছে।’

এই বিষয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চলছে বলে বিরোধীরা যে অভিযোগ করছেন তার সঙ্গে সিপিএম সহমত। সেখানে ক্ষমতা বদলের পর থেকেই বামপন্থীদের উপর আক্রমণ চলছে। যেভাবে ২০১১ সালের পর থেকে বাংলায় বামপন্থীদের উপর আক্রমণ নেমে এসেছিল।’

এর পাশাপাশি সুজন দাবি করেছেন, বাংলায় এবং ত্রিপুরায় বামপন্থীদের শাসন থাকাকালীন সবাই রাজনীতি করতে পারতো। কিন্তু, বাংলা তৃণমূল ও ত্রিপুরায় বিজেপি রাজনীতি করতে বিরোধীদের বাধা দিচ্ছে। তাই এই দুই রাজ্যেই বিরোধীদের আক্রমণ করা হচ্ছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *