ব্যুরো রিপোর্ট: তৃণমূল সরকার রোহিঙ্গাদের সাহায্য করছে। বৃহস্পতিবার জলপাইগুড়িতে চায়ে পে চর্চা থেকে এমনটাই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।দিলীপ বলেন, ‘রোহিঙ্গারা কারও ভোটার নয়।
ওরা এদেশে আসছে এদেশের সর্বনাশ করতে।’ এর পরেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির অভিযোগ, ‘বর্তমান রাজ্য সরকার রোহিঙ্গাদের সাহায্য করছে।’ রোহিঙ্গারা সন্ত্রাসবাদী কার্য কলাপের সঙ্গেও যুক্ত বলে অভিযোগ করেছেন তিনি।
বাদল অধিবেশনে কেন্দ্রের তরফে বলা হয়েছিল, রোহিঙ্গাসহ সব অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। বিভিন্ন আইনবিরুদ্ধ কাজে তারা যুক্ত বলেও বহু রিপোর্টে রয়েছে।
যে সব নাগরিকরা বৈধ কাগজপত্র ছাড়া দেশে ঢুকবেন বা মেয়াদ ফুরিয়ে গেলেও ভারতে রয়েছেন তাদের সকলকে অনুপ্রবেশকারী বলে বিবেচনা করা হবে বলেও একটি প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছে কেন্দ্র।