সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু কতজনের জেনে নিন

সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু কতজনের জেনে নিন

ব্যুরো রিপোর্ট:  গত ২৪ ঘণ্টায় সামান্য কমল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। একদিনে দেশে আক্রান্ত হয়েছেন১৪,৩১৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৫৪৯ জন। যদিও একাধিক রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।

দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৩,৫৪৩ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৬১,৫৫৫।কেরল এবং মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রিত থাকলেও ভাবাতে শুরু করেছে ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন স্ট্রেন।

মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে বেশ কয়েকজন এই নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। এর হাত ধরে দেশে করোনার থার্ড ওয়েভ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেকারণে আগে থেকেই সতর্ক করা হয়েছে রাজ্যগুলিকে।

করোনা টিকাকরণ নিয়ে একাধিক রাজ্যের করোনা ভাইরাসের টিকাকরণ নিয়ে রিপোর্ট নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এখনও ১১ কোটি মানুষের করোনা টিকার দুটি ডোজ হয়নি। কাজেই তাঁদের টিকাকরণ দ্রুত করার জন্য তৎপর হয়েছে কেন্দ্র।

প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।এদিকে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। রাজ্যের একাধিক জেলায় কন্টেনমেন্ট জোন এবং মাইক্রোকন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

কলকাতা শহরেও চারটি ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এদিকে গতকাল রাজ্য সরকার একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছে। দুর্গাপুজোর মত কালীপুজোতেই নাইটকার্ফু শীিথল করা হয়েছে। ছটপুজোতেই নাইট কার্ফু শিথিল করা হয়েছে।

৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছে। বিয়েবাড়ি, জিম এবং সিনেমা হলে ৭০ শতাংশ জমায়েতেন অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে আবার ১৬ তারিখ থেকে রাজ্যের সব স্কুল খুলে যাচ্ছে।

নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন পাঠন শুরু হয়ে যাবে নভেম্বর মাস থেকে। ১ নভেম্বর থেকে শিক্ষক-শিক্ষিকারার স্কুলে আসতে শুরু করবেন বলে নির্দেশিকা পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর।করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে একের পর এক ক্ষেত্রে ছাড় ঘোষণা করায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

করোনা পরিস্থিতি ফের বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা। চিকিৎসকরা বারবার মাস্ক পরার উপর জোর দিয়েছেন। পুলিশ প্রশাসনও রাস্তাঘাটে কড়া নজরদারি শুরু করেছে মাস্ক ছাড়া কাউকে বাইরে দেখলেইতাঁকে ধরা হচ্ছে।

মাস্ক পরে বাইরে বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মাস্ককে জীবনের অঙ্গ করে তোলার পরামর্শ দিয়েছেন তিনি।

যদিও ইতিমধ্যেই ভারত ১০০ কোটির করোনা টিকাকরণে মাইল স্টোন ছুয়েছে। দেশে করোনার টিকার উৎপাদনের কারনেই এই অসাধ্য সাধন হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *