ব্যুরো রিপোর্ট: করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১২, ৮৩০ জন। সুস্থতার সংখ্যা ১৪,৬৬৭ জন। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে এমনই বার্তা দেওয়া হয়েছে। এদিনের পরিসংখ্যানে খানিকটা স্বস্তি মিলেছে করোনা গ্রাফে।
তবে দিওয়ালির আগে খরিদারির ভিড় তথা বিভিন্ন বিধি নিষেধ লঘু হয়ে যাওয়ার পর পরিস্থিতি কোনদিকে যায় সেদিকে কড়া নজর রয়েছে কেন্দ্রের।
এদিকে দেশে করোনা ভ্যাকিসনের দ্বিতীয় ডোজ প্রাপকদের একটা বড় অংশ এখনও বাকি রয়েছে। সময় পেরিয়ে গেলেও তাঁরা ভ্যাকসিন পাননি বলে জানা গিয়েছে।