উত্তরকাশীতে দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, সংকট জনক ৪ জন

উত্তরকাশীতে দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, সংকট জনক ৪ জন

ব্যুরো রিপোর্ট:  উত্তরকাশীতে বাস দুর্ঘটনায় বাড়ল মৃত্যুর সংখ্যা। ২২ থেকে বেড়ে ২৬ হয়ে গিয়েছে মৃত্যুর সংখ্যা। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কা জনক। ৩০ জনকে নিয়ে যমুনেত্রী যচ্ছিল বাসটি। মৃতদের পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

আহত এবং মৃতরা সকলেই মধ্য প্রদেশের পান্না জেলার বাসিন্দা বলে মনে করা হচ্ছে।চারধাম যাত্রায় গতকাল ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ে তীর্থযাত্রীদের বাস। উত্তরকাশীর কাছে গভীর খাদে পড়ে গিয়েছিল বাসটি। তাতে মোট ২৮ জন তীর্থযাত্রী ছিলেন। এছাড়া চালক এবং খালাসি ছিলে। মোট ৩০ জন ছিলেন বাসটিতে।

সেটি যমুনেত্রী যাচ্ছিল। রিকুভ খাদের কাছে দুর্ঘটনাটি ঘটে। ৯৪ নম্বর জাতীয় সড়কের থেকে ২ কিলোমিটার দূরে ধামতার কাছে দুর্ঘটনাটি ঘটে। উত্তরকাশীর বিপর্যয় মোকাবিলা দফতরের অফিসার দেবেন্দ্র পাটোয়া জানিয়েছেন, দুর্ঘটনার সময় অন্ধকার নেমে এসেছিল।প্রথমে ২২ জনের দেহ উদ্ধার করা হয়েছিল। আহত হয়েছিলেন ৬ জন।

তারপরে আরো চার জন মারা যান হাসপাতালে। এখনো ৪ জনেক অবস্থা আশঙ্কা জনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতেই শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি।

আহতদের চিিকৎসার জন্য ৫০ হাজার টাকা দেয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। গতকাল রাতেই চলেছে উদ্ধারকাজ।রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও শোকপ্রকাশ করেছেন দুর্ঘটনার। রাষ্ট্রপতি টুইটে শোক প্রকাশ করে জানিয়েছেন, তীর্থযাত্রীদের এই মর্মান্তিক দুর্ঘটনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক প্রকাশ করেছেন দুর্ঘটনার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। আহতদের চিকিৎসা পরিষেবা যেন সবরকম সুবিধা পান সেটা দেখার জন্য মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতেই মুখ্যমন্ত্রী বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।

এদিকে দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা। সেকারণে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং টুইটে শোক প্রকাশ করেছেন। সেখানে মৃত যাত্রীদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন তিনি। আহতদের চিকিৎসা নিয়ে কথা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *