ব্যুরো রিপোর্ট: দুই ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার হল খাস কলকাতায়। ঘটনাটি ঘটেছে গড়িয়াহাটের কাকুলিয়া রোডের একটি দোতালা বাড়িতে। ইতিমধ্যে দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু করেছে তারা।সূত্রের খবর, মৃতের মধ্যে একজন হলেন ওই বাড়ির মালিক।
তাঁর নাম সুবীর চাকি। অন্যজন হলেন ওই ব্যক্তির গাড়ির চালক রবীন মণ্ডল। মৃত সুবীর চাকি পরিবার নিয়ে নিউটাউনে থাকতেন। দীর্ঘদিন ধরে গড়িয়াহাটের একটি বাড়ি বিক্রির চেষ্টায় ছিলেন তিনি। সেই কারণে রবিবার সুবীর চাকি এবং তাঁর গাড়ির চালক গড়িয়াহাটের ওই বাড়িতে আসেন।
সেখানে অন্যান্য ব্যক্তিরাও উপস্থিত ছিল বলে সূত্রের খবর। তবে, এর পর তাঁদের খোঁজ না মেলায় খবর যায় গড়িয়াহাট থানায়। এর পর পুলিশ এসে ওই বাড়ি থেকে সুবীর চাকি এবং গাড়ির চালক রবীন মণ্ডলের গলাকাটা দেহ উদ্ধার করে। এর পরে ময়াতদন্তের জন্য দেহগুলিকে পাঠানো হয় দেহগুলিকে। পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়ে তাঁদেরকে।