গাড়িচালকের স্ত্রীর অভিযোগ,শেষপর্যন্ত আদালতে আত্মসমর্পণ বিজেপি বিধায়কের

গাড়িচালকের স্ত্রীর অভিযোগ,শেষপর্যন্ত আদালতে আত্মসমর্পণ বিজেপি বিধায়কের

ব্যুরো রিপোর্ট:  শেষপর্যন্ত বাঁকুড়া জেলা আদালতে আত্মসমর্পণ করলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী।চন্দনার গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রুম্পা কুন্ডু গত ১৯ অগাস্ট গঙ্গাজলঘাঁটি থানায় অভিযোগ করেন খোদ বিধায়কের বিরুদ্ধে।তাঁর দাবি, চন্দনা বাউরী প্রেমের সম্পর্ক স্থাপন করেছেন কৃষ্ণ কুন্ডুর সঙ্গে।

শুধু তাই নয়, তাঁকে গোপনে বিয়েও করেছেন।ওইসব অভিযোগের ভিত্তিতে পুলিস বিধায়ক চন্দনা বাউরী ও কৃষ্ণ কুন্ডুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ ধারায় বধূ নির্যাতন, ৪৯৮ ধারায় বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিশ্বাসভঙ্গ ও হুমকি দেওয়ার মামলা রুজু করে।

সেই মামলার ভিত্তিতেই আজ বাঁকুড়া জেলা আদালতে আত্মসমর্পণ করেন চন্দনা।উল্লেখ্য, গত ১৯ অগাস্ট একটি খবর তোলপাড় হয় শালতোড়ায়। রটে যায়, নিজের গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুকে মন্দিরে গিয়ে লুকিয়ে বিয়ে করেছেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরী।

কিন্তু শ্বশুরবাড়ি থেকে এক ফেসবুক লাইভে চন্দনা বলেন, সব অভিযোগ মিথ্যা। তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোর উদ্যেশ্যেই এই অপপ্রচার করা শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বিবাহিত।

তাঁর একটি সন্তানও রয়েছে। ওই জল্পনা নিয়ে চন্দনা বলেন, আমাদের একটি পারিবারিক সমস্যা ছিল। তার পরেই এই জল্পনার তৈরি হয়। সবটাই বিরোধীদের চক্রান্ত।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *