ব্যুরো রিপোর্ট: আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চার কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন। সে চারটি কেন্দ্রে ভোট হবে সেগুলি হল খড়দহ, শান্তিপুর, দিনহাটা,
গোসাবা।বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, ৮ অক্টোবর হল এই চার কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। স্ক্রুটিনি করে দেখার শেষ দিন হল ১১ অক্টোবর। পাশাপাশি মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৬ অক্টোবর।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, বদ্ধ জায়গায় ৩০ শতাংশ অর্থাৎ ২০০ জনকে নিয়ে প্রচারসভা করা যাবে। খোলা জায়গায় ৫০ শতাংশ অর্থাৎ ৫০০ জনকে নিয়ে প্রচার করা যাবে।
তারকা প্রচারক প্রচার করলে সেক্ষেত্রে ১০০০ জনকে নিয়ে প্রচার করা যাবে। এক্ষেত্রে সব রাজনৈতিক দল সর্বোচ্চ ২০ জন তারকা প্রচারককে দিয়ে প্রচার করাতে পারবে।