ব্যুরো রিপোর্ট: ভবানীপুরে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতিক। সোমবার এই ঘটনার এবার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে হবে বিধানসভা উপনির্বাচন।
সোমবার ছিল শেষ দিনের প্রচারে। শেষ দিনে ভবানীপুরের যদুবাবু বাজার এলাকায় গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তৃণমূলের জয় বাংলা স্লোগানের পাল্টা জয় শ্রী রাম স্লোগান উঠে আসে বিজেপি কর্মীদের মুখে।
এক সময় দুই দলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমনকি বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির এক নিরাপত্তারক্ষীকে জনতার দিকে বন্দুক তাক করতে দেখা যায়। এর পরেই রিটার্নিং অফিসারের কাছে এই উত্তেজনার কারণ নিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, ‘মনে হচ্ছে তৃণমূল আগে থেকেই গোলমাল পাকানোর পরিকল্পনা করে রেখেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে আমাদের নেতারা বৈঠকে বসবেন। এই পরিস্থিতিতে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব?’