তীব্র ভূমিকম্প জাপানে, পর পর কম্পনে আতঙ্ক ফুকুসিমা-হনসুতে

তীব্র ভূমিকম্প জাপানে, পর পর কম্পনে আতঙ্ক ফুকুসিমা-হনসুতে

ব্যুরো রিপোর্ট:  জাপানে পর পর দুটি ভূমিকম্প। এদিকে আজই সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক কর্মসূচি রয়েছে সেখােন। তিনি জাপানে পা রাখার আগেই পর পর ভূমিকম্পে কেঁপে ওঠে হনসু এবং ফুকুসিমা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬ এবং ৫.৮।

আতঙ্কে বাইরে বেরিয়ে এসেছিলেন বাসিন্দারা।রবিবার স্থানীয় সময় বিকেল তিনটে ১৭ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় জাপানের হনসু উপকূলে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। জাপানের কাটসুরা থেকে ১৬.৫ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল।

রিখটার স্কেলে কম্পনের তীব্রতা বেশি থাকলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তার আগে জাপানের ফুকুসিমায় ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়।

সেখানেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ফুকুসিমায় ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ৩০ কিলোমিটার গভীরে।এদিকে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন জাপানে। সেখানে স্কোয়াড সম্মেলনে যোগ দেবেন তিনি।

৪০ ঘণ্টার সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বৈঠক করবেন একাধিক দেশের প্রধানদের সঙ্গে। মোদীর এই জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মোদীর সফরের আগেই জাপানে ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ বেড়েছ। তবে ভূমিকম্পে বড় কিছু ঘটেনি। তবে দু বার ভূমিকম্পের পর ফেক কম্পন অনুভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *