ব্যুরো রিপোর্ট: একদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে আর থাকবেন কি না তা নিয়ে যখন চিন্তায় ছিলেন অমরেন্দ্র সিং, সেই সময় উল্টো দিকে জাতীয় রাইফেল সংস্থার প্রধান হওয়ার ভোটে জিতলেন ছেলে রনিন্দ্র।
অবশ্য বাবার পাশে থাকার জন্য ভোট পক্রিয়ার মাঝেই সেখান থেকে চলে এসেছিলেন তিনি। তবে তা সত্বেও জয়ের পথে কোনও বাধা আসেনি রনিন্দ্র’র।শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অমরিন্দ্রর সিং।
যখন বাবা এই সিদ্ধান্ত নিয়েছেন সেই সময় নিজের ভোটকক্ষ থেকে বাবার কাছে চলে যান রনিন্দ্র। তবে বাবার কাছে চলে এলেও, তাঁর ভোটে জিততে কোনও সমস্যা হয়নি।
৫৬-৩ ব্যবধানে জাতীয় রাইফেল সংস্থার প্রধান হওয়ার ভোট জিতে নেন রনিন্দ্র।ভোটে জিতে রনিন্দ্র বলেছেন, ‘এই ভোট গদি দখলের ছিল না।
এটা ছিল নিজেদের ক্ষমতা প্রকাশ করার। একই সঙ্গে জাতীয় ক্রীড়া ক্ষেত্রের সব নিয়ম রক্ষা করার। এর মধ্যে যেন রাজনীতি না এসে পড়ে সেটাও দেখতে হবে।’