প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় প্রেমিকের বাড়ির সামনে ধর্না দিল মহিলা সিভিক ভলেন্টিয়ার

প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় প্রেমিকের বাড়ির সামনে ধর্না দিল মহিলা সিভিক ভলেন্টিয়ার

ব্যুরো রিপোর্ট:  বিয়ের দাবিতে সিভিক পুলিশের বাড়ির সামনে ধর্নায় বসলেন মহিলা সিভিক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার বরুনা গ্রামপঞ্চায়েতের দিলালপুর গ্রামে।জানা গিয়েছে,

বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে গভীর সম্পর্ক তৈরি করে আর বিয়ে করতে চাইছেনা কালিয়াগঞ্জ থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। এর পরেই বিয়ে করার দাবি,নিয়েই ওই সিভিক ভলেন্টিয়ার শ্যামাপদ সরকারের বাড়ির সামনে ধর্নায় বসেন গঙ্গারামপুর তিলনার বুড়িনগর গ্রামের যুবতী বিমলা দেবশর্মা।

এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।বেশ কয়েকদিন ধরে গঙ্গারামপুরের মহিলা সিভিক ভলেন্টিয়ার বিমলা দেবশর্মার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে মেলামেশা করছিল কালিয়াগঞ্জ থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার শ্যামাপদ সরকার।

বিমলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ট সম্পর্কে জড়ায় তারা দুজন। এরপর বিমলা জানতে পারে তাকে ছেড়ে শ্যামাপদ অন্য একটি মেয়ের সাথে বিয়ের রেজেষ্ট্রি করেছে। এরপরই বিমলা গঙ্গারামপুর থেকে ছুটে আসে শ্যামাপদর বাড়ি দিলালপুর গ্রামে।

তাঁকেই বিয়ে করতে হবে এই দাবিতে শ্যামাপদর বাড়ির সামনে ধর্নায় বসে পড়ে বিমলা।এদিকে শ্যামাপদর বাড়ির লোকজন বিমলাকে তাদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেয় বলে অভিযোগ। শ্যামাপদর পরিবার জানিয়েছে,

তাঁরা শ্যামাপদর জন্য পাত্রী হিসেবে বিমলাকে দেখতে গিয়েছিলেন ঠিকই। কিন্তু শ্যামাপদর বিমলাকে পছন্দ হয়নি তাই এই সম্পর্ক নিয়ে বেশিদূর এগোয়নি।এদিকে বিমলার অভিযোগ,

পাত্রী হিসেবে দেখে আসার পরই ফোনে ও বেশ কয়েকবার তাদের দুজনের মধ্যে কথাবার্তা হয় এবং ঘনিষ্ঠতাও হয়। বিয়ের প্রতিশ্রুতিও দেয় শ্যামাপদ। এরপরই তাঁকে কিছু না জানিয়ে অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ের রেজেষ্ট্রি করে শ্যামাপদ।

বিমলা জানায় সে শ্যামাপদকেই ভালোবাসে তাকেই বিয়ে করে সংসার করতে চায়। তাই শ্যামাপদর বাড়িতে ধর্নায় বসেছে। যতক্ষন না শ্যামাপদ বিয়ে করছে ততক্ষন ধর্নায় বসে থাকবে সে। এই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে কালিয়াগঞ্জের দিলালপুর গ্রামে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *