ব্যুরো রিপোর্ট: ইংল্যান্ডে করোনা ভাইরাসের দাপট অব্যাহত। তারই মধ্যে প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরুর তোড়জোর শুরু হয়ে গিয়েছে। কোভিড ১৯-এর কথা মাথায় রেখে বিভিন্ন মাঠে খেলা
দেখার জন্য আগ্রহ প্রকাশ করা দর্শকদের জন্য কড়া বিধি আরোপ করতে চলেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ। কড়া বিধি আরোপ করা হবে ফুটবলারদের ওপরও। ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টকে কোভিডমুক্ত করাই তাদের উদ্দেশ্য বলে জানিয়েছে এফএ।
করোনা ভাইরাসের আবহে আগামী ১৩ অগাস্ট থেকে শুরু হতে চলেছে প্রিমিয়ার লিগ। চলবে ২০২২ সালের ২২ মে পর্যন্ত। ম্যারাথন এই লিগের ম্যাচগুলিতে মাঠ ভরানোর অনুমতি পেয়েছেন ফুটবল প্রেমীরা। তবে এর জন্য তাদের বেশকিছু বিধিও মানতে হবে।
এফএ-র তরফ থেকে জানানো হয়েছে যে যাঁরা প্রিমিয়ার লিগের কোনও ম্যাচ দেখার জন্য টিকিট কাটবেন, তাঁদের কোভিড ১৯ টিকার দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
দর্শককে ম্যাচ দেখতে আসার ৪৮ ঘণ্টা আগের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট জমা দিতে হবে। এনএইচএস কোভিড পাসের মাধ্যমে জমা দেওয়া রিপোর্ট অবশ্যই নেগেটিভ হতে হবে বলে এফএ-র তরফ থেকে জানানো হয়েছে।
ফুটবলারদের ক্ষেত্রেও মাঠে নামার ক্ষেত্রে একাধিক কোভিড ১৯ নেগেটিভ রিপোর্র্ট বাধ্যতামূলক করা হয়েছে। টু্র্নামেন্ট চলাকালীন কোনও ফুটবলারের করোনা রিপোর্ট পজিটিভ এলে তাঁকে অন্তত ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়েছে।
কোনও খেলোয়াড় কিংবা সাপোর্ট স্টাফ সংক্রামিতের সংস্পর্শে এলে তাঁকেও আইসোলেশনে পাঠানো হবে বলে জানিয়েছে এফএ। উল্লেথ্য কয়েক মাস আগে শেষ হওয়া ইউরো কাপের দুই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। সেই তিন ম্যাচের ক্ষেত্রেও একই বিধি আরোপ করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১৯ জুলাই দেশ থেকে ইংল্যান্ডের থেকে কোভিড ১৯ বিধি-নিষেধ তুলে নেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপরের কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শেষ সপ্তাহে সে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গিয়েছে।
সোমবার ইংল্যান্ডে নতুন করে ২৫ হাজারেরও বেশি মানুষের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল হতে হচ্ছে প্রশাসনকে।
সে কথা মাথায় রেখেই প্রিমিয়ার লিগে কড়া বিধি আরোপ করতে চলেছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা বা এফএ। কোনও দর্শক বিধিভঙ্গ করতে গিয়ে ধরা পড়লে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।