রিপোর্ট -সঞ্জয় কুমার মাঝি: রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী কলকাতা পৌরসভার অন্তর্গত ৩৭টি টিকাকেন্দ্র থেকে কোভ্যাকসিন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল পুর প্রশাসন। এমনই জানালেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ।
তিনি বলেন আজ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে এমনই নির্দেশ এসেছে আমাদের কাছে। মূলত কোভ্যাকসিন অপর্যাপ্ত থাকার জন্যই এই সংকট তৈরি হয়েছে। তাই প্রথম ডোজ বন্ধ রাখার সিদ্ধান্ত হলো।
শুধুমাত্র কোভ্যাকসিন এর বকেয়া ৫০ হাজার দ্বিতীয় ডোজের প্রাপককে ওই ৩৭টি সেন্টার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
তবে কোভিশিল্ড যেমন দেওয়া হচ্ছে তেমনি দেওয়া হবে। এখন কোভিশিল্ড ১০২ টি আরবান প্রাইমারি হেলথ সেন্টার এবং ৫ টি মেগা সেন্টার সেন্টার থেকে দেওয়া হয়।