ব্যুরো রিপোর্ট: সম্প্রতি চিনির দাম বাড়ায় তাতে লাগাম টানতে এবার চিনির দাম বেঁধে দেওয়ার পথে হাঁটল বাংলাদেশ সরকার। জানিয়ে দেওয়া হল, আপাতত খোলা বাজারে এক কিলোগ্রাম চিনির দাম পড়বে ৭৪ টাকা।
প্যাকেটজাত চিনির গ্রাহকদের ৭৫ টাকা গুনতে হবে। হবে।বৃহস্পতিবার চিনির মিলের মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল সরকার। বৈঠকে ছিলেন মেঘনা গ্রুপ,
দেশবন্ধু গ্রুপ-সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সেই বৈঠকের পর বাণিজ্য মন্ত্রকের তরফে জানানো হয়, সম্প্রতি প্রতি কেজি চিনির দাম ৮০ টাকায় পৌঁছে গিয়েছিল।
অগস্টের গোড়ার দিকে এলসির নিরিখে নয়া দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকেই নয়া দাম কার্যকরের জন্য নজরদারি চালানো বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক।
তবে শুধু চলতি মাসে নয়, এবার থেকে প্রতি মাসে চিনির দাম নির্ধারণ করে দেবে সরকার।সংশ্লিষ্ট মহলের মতে, করোনার মধ্যেই পণ্য পরিবহনের খরচ প্রায় ৩৫০ শতাংশ বেড়ে গিয়েছে। তার প্রভাবে বাংলাদেশের খুচরো বাজারেও বাড়তে শুরু করেছিল চিনির দাম।