ব্যুরো রিপোর্ট: ওয়েস্ট মেট্রো এবার যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিতে চলেছে। শিয়ালদহ থেকে ধর্মতলা মেট্রো স্টেশনের মাঝে তিনটি সুড়ঙ্গপথ খোঁড়া হচ্ছে যাতে পাতালে কোনও বিভ্রাট ঘটলে দ্রুত যাতে যাত্রীদের বের করে আনা যায়।
ইস্ট ওয়েস্ট মেট্রো রেল সূত্রে খবর, শিয়ালদহ ও ধর্মতলার মাঝে সুবোধ মল্লিক স্কোয়ারে তিনটি সুড়ঙ্গপথ খোঁড়া হচ্ছে। মাটির ওপর থেকে ১৩ মিটার নীচ অবধি খোঁড়া হবে গর্ত।
সেখান থেকে আরও ৯ মিটার নীচে তিনটি সুড়ঙ্গ পথ থাকবে। পাতালে কোনও যাত্রা বিভ্রাট ঘটলে ওই সুড়ঙ্গপথ দিয়েই যাত্রীদের বের করে নিয়ে আসা হবে।
ইতিমধ্যে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে শিয়ালদহ মেট্রো স্টেশনে মেট্রোর দরজা দুদিকে খোলার বন্দোবস্ত রাখার সিধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। স্টেশনে যাত্রীদের ভিড় যাতে খুব বেশি দানা না বাঁধতে পারে তার জন্য এই সিধান্ত।
শিয়ালদহ স্টেশন তৈরির কাজ প্রায় শেষের দিকে। আগামী কয়েক মাসের মধ্যেই ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলে আসবে। এরপরই সুড়ঙ্গপথেই কলকাতার মধ্য দিয়ে ধর্মতলা হয়ে হাওড়ার দিকে এগিয়ে যাবে মেট্রো।