ব্যুরো রিপোর্ট: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে প্রবল বর্ষণ। গতকাল রাত থেকেই কলকাতা বৃষ্টি শুরু হয়েছে। তারসঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। কলকাতা সংলগ্ন জেলা গুলিতেও শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তারসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে উপকূলবর্তী জেলা গুলিতে। তারসঙ্গে কলকাতা শহর এবং সংলগ্ন জেলাগুলিতেো চলছে প্রবল বর্ষণ। গতকাল রাত থেকেই নেমেছে বৃষ্টি। সঙ্গে দমকা বাতাস বইছে। কলকাতা শহরেও গতকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হাওড়া, উত্তর ২৪ পরগনায় অঝোরে বৃষ্টি চলছে।
অনেক নিচু এলাকাতেই জল জমতে শুরু করে দিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে কলকাতা সহ একাধিক জেলায়।গতকাল থেকেই উপকূলবর্তী জেলা গুলিতে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল।
গভীর নিম্নচাপের কারণে উত্তাল সমুদ্র। গতকাল থেকেই সমুদ্র সৈকতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। উপকূলবর্তী জেলা গুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে।
দিঘায় উপকূল রক্ষী বাহিনী নজরদারি চালিয়ে যাচ্ছে। হোটেল গুলি খালি করা হয়েছে গতকালই। যে পর্যটকরা ফিরতে পারেননি তাঁদের সতর্ক করা হয়েছে। সমুদ্রের পাড়ে যেতে নিষেধ করা হয়েছে তাঁদের।
কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলায় বাড়ছে বৃষ্টির দাপট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতা শহরের একাধিক জায়গায় জলজমতে শুরু করেছে। উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় জল জমতে শুরু করেছিল।
অন্যদিকে উত্তর কলকাতার একাধিক জায়গায় জমার খবর পাওয়া যাচ্ছে। উত্তর কলকাতার আহেরিটোলায় ভেঙে পড়েছে বাড়ি। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।
কলকাতা সংলগ্ন একাধিক জেলাতেও জল জমতে শুরু করে দিয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে ৭টা থেকে ১০ টা পর্যন্ত কলকাতা এবং উপকূল বর্তী জেলা গুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে।
পরিস্থিতির দিকে নজর রাখতে ২২টি বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে। একাধিক কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার। ৫ অক্টোবর পর্যন্ত সব সরকারী কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। নিম্নচাপের বৃষ্টির কারণে জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।