ব্যুরো রিপোর্ট: ২০১৯ সালের ১৩ ই জানুয়ারি কলকাতার এন আর এস মেডিকেল কলেজ হাসপাতলে সারমেয় নিয়ে যে ভয়াবহ কান্ড ঘটেছিল সেই চিত্র মানুষ আজও ভোলেনি।
সেই সময় সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গিয়েছিল ভিডিওটি। দুই মহিলার মিলে ১৫ টি সারমেয় শাবককে পিটিয়ে মেরে তাদেরকে বস্তাবন্দি করে ফেলে দিয়েছিল ।সেই মর্মান্তিক ঘটনা মানুষ আজও ভোলেনি ।
মোট সতেরো টি সারমেয় ছিল ।তার মধ্যে দুটি শাবক বেঁচে যায়। তাদেরকে নিয়ে আসেন সেই সময়ে রিজেন্ট পার্ক থানার ওসি মৃনাল কান্তি মুখার্জি। এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই তিনি এই দুটি সারমেয় কে পান।
তবে তাদের সঙ্গে আরও একজন সারমেয় ছিল। কিন্তু বর্তমানে সে আর নেই ।কিন্তু এই দুই সারমেয় এখন মৃনাল বাবুর অতি কাছের প্রিয়।
তিনি যেখানেই যান তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে যান এবং তাদের জন্য সব সময় আলাদা ব্যবস্থাও থাকে সেখানে। ইতিমধ্যে রিজেন্ট পার্ক থানার থেকে বদলি হয়ে মানিকতলা থানায় গিয়েছেন মৃনাল বাবু ।সেখানেও ওই দুই সারমেয় কে সঙ্গে করে নিয়ে গেছেন।
তিনি তাদের দেখাশোনার ভার তিনি নিজেই নিয়েছেন। তবে নতুন থানায় এসে কয়েক মাসের মধ্যে সবার প্রিয় হয়ে উঠেছে এই দুই সারমেয় ।
তাদের জন্য নির্দিষ্ট খাবার তৈরি করা হয় থানার মেশে। তাদের জন্য তাদের থাকার ব্যবস্থা রয়েছে এবং মৃনাল বাবুর খুব কাছের এবং স্নেহধন্য হয়ে উঠেছে এই দুই সারমেয়।