গণেশের প্রতিমাকে আরএসএস-এর ইউনিফর্ম, ক্ষুদ্ধ কংগ্রেস

গণেশের প্রতিমাকে আরএসএস-এর ইউনিফর্ম, ক্ষুদ্ধ কংগ্রেস

ব্যুরো রিপোর্ট:  মধ্যপ্রদেশের গোয়ালিয়রে গণেশের প্রতিমাকে পরানো হয়েছিল আরএসএস-এর ইউনিফর্ম। এই ছবি এবং ভিডিয়ো ভাইরাল হতেই জোর বিতর্ক শুরু হয়েছিল। সেই ঘটানয় এবার গেরুয়া শিবিরকে পালটা তোপ দেগে কংগ্রেস দাবি করল এই ঘটনায় ভগবান গণেশের অপমান হয়েছে।

হাত শিবির ভগবানের কাছ থেকে তাই ক্ষমা প্রার্থনাও করে। কংগ্রেসের অভিযোগ, এই ভাবে গণেশ প্রতিমা সাজিয়ে আরএসএস হিন্দুদের ভাবাবেগকে ক্ষুণ্ণ করেছে।এদিকে কংগ্রেসের এহেন অভিযোগকে উড়িয়ে দিয়েছেন পুজোর আয়োজক তথা আরএসএস কর্মী বলওয়ান্ত সিং।

তিনি জানান, আরএসএস যেভাবে সারাক্ষণ মানুষের সেবায় নিয়োযিত থাকে, তাতে এই সংগঠনের মধ্য দিয়েই ঈশ্বরের বার্তা পৌঁছে দেওয়া হয় মানুষের কাছে।

এই ভাবনা থেকেই গণেশের প্রতিমায় আরএসএস-এ ইউনিফর্ম পরিয়ে অভিনবত্ব আনার চেষ্টা করা হয়েছে।যদিও কংগ্রেস নেতারা মহাত্মা গান্ধীর হত্যাকারীর আদর্শকে সমর্থন করে এমন সংগঠনের কর্মী হিসেবে গণেশকে উপস্থাপন করার বিষয়কে দেবতার অপমান হিসেবে দেখছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *