ভারতীয় বোলিং আক্রমণ এককথায় অসাধারণ, জানালেন প্রোটিয়া ব্য্যাটসম্যান

ভারতীয় বোলিং আক্রমণ এককথায় অসাধারণ, জানালেন প্রোটিয়া ব্য্যাটসম্যান

ব্যুরো রিপোর্ট:  কেপটাউনে চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে নির্ণায়ক টেস্ট ম্যাচ। এই টেস্টের প্রথম ইনিংসে ভারত মাত্র ২২৩ রান করতে পেরেছিল। অবশ্য শামি, বুমরাদের দাপটে দক্ষিণ আফ্রিকাও ২১০ রানে অল আউট হয়ে যায়।

ফলে ১৩ রানের লিড নেয় বিরাট কোহলিরা। আর এই টেস্টের তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার বোলিংয়ের প্রশংসা করলেন কিগান পিটারসেন।পিটারেন বলেছেন, ‘ভারতীয় বোলিং আক্রমণ এককথায় অসাধারণ।

আমার কেরিয়ারে এর থেকে ভাল বোলিং আক্রমণের বিরুদ্ধে আমি কখনও ব্যাট করিনি।’তিনি আরও বলেন, ‘ওদের বিরুদ্ধে ব্যাট করার সময় প্রতিটা মুহূর্ত ফোকাস থাকার প্রয়োজন।

একটু এদিক থেকে ওদিক হলেই ওরা প্রতিপক্ষকে ভীষণ বিপদে ফেলে দিতে পারদর্শী। ওদের বিরুদ্ধে তো রান করতে পারাটাও একটা বড় বিষয়।

আমাদের তেমন রান করার সুযোগই দেয়নি ভারতীয় বোলাররা।’সঙ্গে তিনি বলেছেন, ‘ওরা মতান্তরে বর্তমানে বিশ্বের সেরা বোলিং আক্রমণ।

আমরা সিরিজ শুরুর আগে থেকেই সেটা ভালভাবে জানতাম। গোটা সিরিজেই ওরা বারবার কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে। তবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে সেটাকে সামাল দাওয়া ছাড়া আর কোনো রাস্তাও নেই।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *