ব্যুরো রিপোর্ট: প্যান্ট, জামা ছাড়াই শুধু অন্তর্বাস পড়ে ট্রেনে ঘুরলেন বিধায়ক। বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে পাটনা-নয়াদিল্লি তেজস এক্সপ্রেসে ট্রেন যাত্রার সময়।
যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন সহ যাত্রীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই বিধায়কের ছবি। জানা যায়, জেডিইউ-এর বিধায়ক গোপাল মন্ডল
এই ঘটনায় এক যাত্রী বলেছেন, ‘অন্তর্বাস পরে ঘুরতে দেখে বিধায়কের নামে রেলের কাছে অভিযোগ করেছিলাম আমরা। কিন্তু আমরা জানতাম না উনি বিহারের বিধায়ক।
কিন্তু বিধায়ক হলেও এমন অভব্য আচরণ করা মোটেই উচিত নয়।‘ অবশ্য এই বিষয় নিয়ে বিধায়ক বলেছেন, পেট খারাপ হয়েছিল তাঁর। সেই কারণে বারবার শৌচালয়ে যেতে হচ্ছিল তাঁকে।
তাই জন্য ওভাবে জামাকাপড় খুলে ঘুরছিলেন তিনি। অবশ্য যাত্রীদের অভিযোগের পড়ে বিধায়ককে অন্য কোচে সরিয়ে নিয়ে যাওয়া হয়।