রাজ্যে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ল কোভিড বিধিনিষেধের মেয়াদ

রাজ্যে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ল কোভিড বিধিনিষেধের মেয়াদ

ব্যুরো রিপোর্ট : করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়াল রাজ্য সরকার। আগামী ১৫ আগস্ট পর্যন্ত সেই সেই মেয়াদ বাড়ানো হল। এবারেও লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি নবান্ন।

পাশাপাশি রাত ন’টা থেকে ভোর পাঁচটাটা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে বলে এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য সরকার। ৩১ জুলাই, শনিবার থেকে জারি হবে এই বিধিনিষেধ।

ওই বিজ্ঞপ্তিতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি সহ সমস্ত কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে। রুদ্ধদ্বারে ৫০ শতাংশ মানুষের উপস্থিতি নিয়ে সরকারি অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয়েছে।

অবশ্য রাজ্যে ১৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত যে বিধিনিষেধ জারি করা ছিল তা জারি থাকবে। দেখে নেওয়া যাক কী কী বিধিনিষেধ থাকছে…

১) স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

(২) লোকাল ট্রেন বাদে ৫০% যাত্রী নিয়ে চলবে সমস্ত সরকারি- বেসরকারি গণ পরিবহণ এবং জলযান। প্রত্যেকদিন স্যানিটাইজ করতে হবে যাত্রী বাহী গাড়ী, অটো, টোটো, ক্যাবকে। গণ পরিবহনে উঠতে গেলে যাত্রীদের মাস্ক পড়া আবশ্যক। চালক এবং সহকারির ভ্যাকসিনেসন বাধ্যতামূলক।

(৩) লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। চলবে শুধু স্টাফ স্পেশ্যাল ট্রেন।

(৪) সোমবার থেকে শুক্রবার, সপ্তাহে এই ৫ দিন ৫০% যাত্রী নিয়ে চালু থাকবে মেট্রো পরিষেবা। শনি এবং রবিবার বন্ধ থাকবে পরিষেবা। যাত্রীদের পর্যাপ্ত করোনা বিধি মেনে মেট্রো ভ্রমণ নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। প্রতিদিন স্যানিটাইজ করতে হবে মেট্রো কোচগুলি।

(৫) সাধারণের জন্য বন্ধ থাকবে সিনেমা হল, স্পা এবং সুইমিং পুল। রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সুইমারদের জন্য সকাল ৬ টাক থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে সুইমিং পুল।

(৬) সমস্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং বিনোদনমূলক জমায়েত বন্ধ থাকবে।

(৭) বিয়ের অনুষ্ঠানে ৫০-জনের বেশী জমায়েত নয়।

(৮) শেষকৃত্যে ২০-জনের বেশী শ্মশান যাত্রী নয়।

(৯) জরুরি এবং আবশ্যক পরিষেবার আওতায় পরে এমন সমস্ত সরকারি দপ্তর স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

(১০) জরুরি এবং আবশ্যক পরিষেবার আওতার বাইরে সমস্ত সরকারি দপ্তরে স্বাভাবিক সময়ে ২৫% কর্মচারী নিয়ে কাজ।

(১১) সমস্ত দোকান এবং বাজার (অত্যাবশ্যকীয় এবং অত্যাবশ্যকীয় নয় এমন) স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

(১২) শপিং মলের রিটেইল শপগুলি ৫০% কর্মী নিয়ে স্বাভাবিক সময়ে খোলা থাকবে। ৫০% -এর বেশী ক্রেতা একসঙ্গে ঢুকতে পারবে না সেখানে।

(১৩) মর্নিং ওয়াকের জন্য পার্ক সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত খোলা থাকবে। টিকা নেওয়া থাকলেই তবে পার্কে প্রবেশ করা যাবে।

(১৪) শপিং মল, হোটেল এবং ক্লাব-এর রেষ্টুরেন্ট ও বারগুলি ৫০% সিটিং ক্যাপাসিটি নিয়ে রাট ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

(১৫) ৫০% লোক নিয়ে সকাল ৬ টাক থেকে ১০ টা এবং বিকেল ৪ টা থেকে ৮ টা জিম খোলা রাখা যাবে। তবে সঠিক স্যানিটাইজেশন এবং কোভিড বিধির পাশাপাশি কর্মীদের ভ্যাকসিনেসন আবশ্যক।

(১৬) স্বাভাবিক সময়ে ৫০% ক্রেতা নিয়ে স্যালুন এবং বিউটি পার্লার খোলা রাখা যাবে। তবে সঠিক স্যানিটাইজেশন এবং কোভিড বিধির পাশাপাশি কর্মীদের ভ্যাকসিনেসন আবশ্যক।

(১৭) প্রাইভেট এবং কর্পোরেট অফিস স্বাভাবিক সময়ে ৫০% পর্যন্ত কর্মী নিয়ে খোলা রাখা যাবে। তবে সঠিক স্যানিটাইজেশন এবং কোভিড বিধির পাশাপাশি কর্মীদের ভ্যাকসিনেসন আবশ্যক।

(১৮) সমস্ত উৎপাদন ইউনিট, কলকারখানা এবং আইটি সেক্টর ৫০% পর্যন্ত কর্মী নিয়ে স্বাভাবিক সময়ে খোলা রাখা যাবে। তবে সঠিক স্যানিটাইজেশন এবং কোভিড বিধির পাশাপাশি কর্মীদের ভ্যাকসিনেসন আবশ্যক।

(১৯) ব্যাংক এবং আর্থিক সংস্থাগুলিকে ১০ টা থেকে ২ টার পরিবর্তে সকাল ১০ টাক থেকে ৩ টা পর্যন্ত খোলা রাখার ছারপত্র দেওয়া হয়েছে। এটিএম গুলিও এই নিয়মে খোলা থাকবে।

(২০) ক্লাব এবং স্টেডিয়ামে কোভিড বিধি মেনে দর্শকশূন্য ভাবে খেলা পরিচালনা করা যাবে।

(২১) ইন্ডোর এবং আইটডোর শুটিং এর ক্ষেত্রে এক ইউনিটে শিল্পী এবং কলাকুশলী মিলে ৫০ জনের বেশী নয়। সেক্ষেত্রে প্রত্যেকের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে এবং কোভিড বিধি এবং সামাজিক দূরত্ব মেনে কাজ করতে হবে। সমস্ত শিল্পী এবং কলাকুশলীদের যাতায়াতের ক্ষেত্রে নিজস্ব পরিবহণ ব্যবহার করতে হবে।

(২২) মিউজিক রেকর্ডিং স্টুডিওতে সঙ্গীতশিল্পী এবং কলাকুশলী মিলে ১০ জনের বেশী জনকে নিয়ে রেকর্ডিং করা যাবে না।

(২৩) কোভিড বিধি মেনে ই-কমার্স এবং হোম ডেলিভারি করা যাবে।

(২৪) পেট্রোল পাম্প এবং এল পি গ্যাসের ক্ষেত্রে দপ্তর এবং ডিস্ট্রিবিউটিং পয়েন্ট স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

(২৫) প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ে, এমএসও এবং কেবল অপারটের স্বাভাবিক নিয়মে কাজ করতে পারবে।

(২৬) সেবি রেগুলেটেড এবং নোটিফায়েড মার্কেট স্বাভাবিক নিয়মে খোলা থাক

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *