১০৪ বছর বয়সী বৃদ্ধার শেষ ইচ্ছে, ব্যান্ড পার্টি এনে নাচতে নাচতে দেহ নিয়ে যাওয়া হল শ্মশানে

১০৪ বছর বয়সী বৃদ্ধার শেষ ইচ্ছে, ব্যান্ড পার্টি এনে নাচতে নাচতে দেহ নিয়ে যাওয়া হল শ্মশানে

ব্যুরো রিপোর্ট:  বয়স হয়েছিল ১০৪ বছর। কিন্তু, তাঁর মৃত্যুর সময় যাতে শোকের ছায়া না নামে তেমনই কামনা ছিল ১০৪ বছরের বৃদ্ধার। আর মৃত্যুর পর তাঁর কথা রাখতেই ওই বৃদ্ধার শেষযাত্রায় হল হইহুল্লোড়।

একেবারে ব্যান্ড পার্টি এনে হয় ওই বৃদ্ধার শেষযাত্রা।ওই বৃদ্ধার নাম মালতি সরকার। জলপাইগুড়ির রাজগঞ্জের দুবরাগছ গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তবে ১০৪ বছর বয়সে এসে ফুরিয়ে যায় বৃদ্ধার জীবনী শক্তি।

তবে নিজের মৃত্যুর আগে বাড়ির লোককে কিছু বলে গিয়েছিলেন ওই বৃদ্ধা। তিনি বলেছিলেন তাঁর মৃত্যুর পর কেউ যেন না কাঁদে। একেবারে আনন্দের সাথে তাঁর দেহ যেন সৎকার করা হয়।

সেই মতো মালতির মৃত্যুর পর এক অভিনব দৃশ্য দেখেছে জলপাইগুড়ি। বৃদ্ধার মৃত্যুতে একেবারে ব্যান্ড পার্টি এনে শেষ যাত্রা হয়।

বৃদ্ধার শেষ ইচ্ছা মতো একেবারে নাচে গানে মেতে উঠেছিলেন বাড়ির লোকজন। ব্যান্ড পার্টির পাশাপাশি সাউন্ড বক্সের ব্যবস্থা করা হয়েছিল। সেই গানের সঙ্গে নাচতে নাচতে বৃদ্ধাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এর পর হয় শেষকৃত্য।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *