ব্যুরো রিপোর্ট: কাবুল দখলের পরেই আফগানিস্তানে শুরু হয়েছে তালিবান রাজ। এর পর থেকেই সেখান থেকে ভারতীয়দের ফেরাতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। ইতিমধ্যে কয়েকশো ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
কিন্তু, তা সত্বেও এখন বহু ভারতীয় আটকে রয়েছেন সেখানে। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে এবার সর্বদল বৈঠক ডাকল মোদী সরকার।
আগামী ২৬ আগস্ট হবে এই সর্বদল বৈঠক। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সংসদের দুই কক্ষের নেতাদের এই বিষয় নিয়ে নিজেদের মতামত জানাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকর।
শুধু ভারতীয়দের নয়, বহু আফগান নাগরিকদেরও আফগানিস্তান থেকে উদ্ধার করে ভারতে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তাদেরকে পোলিও দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য পোলিও টিকাকরণের ছবি পোস্ট করে নেটমাধ্যমে লিখেছেন, ‘আফগানিস্তান ফেরতদের বিনামূল্যে পোলিও টিকা-ওপিভি এবং এফআইপিভি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোলিও সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ। আমাদের স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে আফগানিস্তান ফেরতদের কোভিড টিকা দেওয়া হচ্ছে সেখানের ছবি দেখুন।’
আমেরিকাকেও হুঁশিয়ারি দিয়েছে তালিবান। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময়ের মধ্যে সেনা না সরালে ফল ভাল হবে না বলে জানানো হয়েছে তালিবানের তরফে।