ব্যুরো রিপোর্ট: রবিবার সকালে মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন প্রণব কুন্ডু (৫৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ এক ব্যক্তি মা ফ্লাইওভারের উপর নিজের বাইক দাঁড় করিয়ে ঝাঁপ দেন।
স্থানীয় মানুষজন এবং পুলিশের যৌথ উদ্যোগে তাঁকে সঙ্গে সঙ্গে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসক জানান, এদিন হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছিল প্রণবের।
পুলিশ জানিয়েছে, এদিন পার্কসার্কাসের দিক থেকে বাইক নিয়ে মা ফ্লাইওভারের উপরে উঠেছিলেন ওই ব্যক্তি। এরপর সায়েন্স সিটির কাছে পরমা আইল্যান্ডের ওপরে এসে বাইকটি দাঁড় করান তিনি।
তারপরই উড়ালপুল থেকে ঝাঁপ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। কিন্তু, কেন মৃত্যুর পথ বেছে নিলেন প্রণব? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।