ইংল্যান্ডের মাটিতে নতুন রেকর্ড বিরাটের

ইংল্যান্ডের মাটিতে নতুন রেকর্ড বিরাটের

ব্যুরো রিপোর্ট:  ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে চালকের আসনে ভারত। মাত্র ১৮৩ রানে গোটা ইংল্যান্ড টিমকে প্যাবিলিয়নে ফেরায় ভারতীয় পেস বোলিং। অবশ্য ওই দিনই নতুন রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

অবশ্য কোহলির এই রেকর্ড খুব একটা আনন্দ দেবে না। কারণ এটি হল বিদেশের মাটিতে একই দেশে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি টস হারার রেকর্ড। বুধবার ইংল্যান্ড অধিনায়ক জো রুটের কাছে টস হেরে ভারতের দুই প্রাক্তন অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন তিনি।

এর আগে ধোনি এবং কপিল দেব ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচটি করে টস হেরেছিলেন। ইংল্যান্ডে বিরাট টস হারলেন ষষ্ঠবার। ফলে ধোনিকে(৩৪) টপকে বিরাট(৩৫) এখন সব থেকে বেশিবার টস হেরেছেন। তাঁর এই রেকর্ড রয়েছে আইপিএলেও।

অবশ্য বিরাটের টস হারা নিয়ে তাঁর পারফরমেন্সের উপর কোনও প্রভাব পড়েনি। তবে ম্যাচে ভাগ্যের অনেকটাই নির্ভর করে টস।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *