হু হু করে বেড়ে গিয়ে ৪৬ হাজারের ঘরে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা , উৎসবের মরশুমের আগে জারি ডেল্টা ত্রাস

হু হু করে বেড়ে গিয়ে ৪৬ হাজারের ঘরে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা , উৎসবের মরশুমের আগে জারি ডেল্টা ত্রাস

ব্যুরো রিপোর্ট:  গতকাল দেশে শেষ ২৪ ঘণ্টার রিপোর্টে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ৩৭ হাজারের ঘরে। তার আগের দিন ছিল ২৫ হাজারের ঘরে। এরই মধ্যে করোনার জেরে গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা ৪৬,১৬৪ জন।

কার্যত তৃতীয় স্রোতের আশঙ্কা ও আতঙ্ক মাথায় নিয়ে চলা ১৩০ কোটির এই দেশে করোনার জেরে শেষ ২৪ ঘণ্টার রিপোর্ট বেশ খানিকটা সতর্কবার্তা দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হু হু করে ৪৫ হাজার পার করে গিয়েছে করোনার আক্রান্তের সংখ্যা।

যা রীতিমতো ভয়ঙ্কর বিষয় দেশে আর ভ্যালুর বাড়বাড়ন্তের মাঝে। এদিকে, দেখা যাচ্ছে দেশে করোনার দাপট এতটা থাকার নেপথ্যে রয়েছে মহারাষ্ট্র ও কেরলের উর্ধ্বগতির করোনা দাপট।

ভারতে করোনার দাপট শেষ ২৪ ঘণ্টায় প্রবল হারে বাড়তে দেখা যাচ্ছে। করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় ৪৬,১৬৪ জন আক্রান্ত হয়েছেন।

মোট আক্রান্তের সংখ্যা দেশে এই মুহূর্তে ৩,২৫,৫৮,৫৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার সঙ্গেই আতঙ্ক বাড়িয়েছে করোনার জেরে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

শেষ একদিনে করোনায় মৃত্যু হয়েছে দেশের ৬০৭জন মানুষের। এই জায়গা থেকেই নতুন করে ডেল্টা ত্রাস শুরু হয়েছে। প্রশ্ন উঠছে ক্রমেই বাড়তে থাকা করোনা পরিসংখ্যান কি তাহলে ফের একবার দেশে নয়া স্রোতের ইঙ্গিত দিচ্ছে?

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *