দেশে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০,৭৭৩ জন, করোনা গ্রাফ একনজরে

দেশে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০,৭৭৩ জন, করোনা গ্রাফ একনজরে

ব্যুরো রিপোর্ট:  করোনা ভাইরাসের জেরে ভারতে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০,৭৭৩ জন। শেষ একদিনে দেশে সুস্থ হয়েছেন ৩৮,৯৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৯ জনের। একদিকে যেমন আজ থেকে মুম্বইতে গণেশ ভাসান উৎসবের তোড়জোড় শুরু,

তেমনই করোনা ভাইরাসের জেরে, সেখানে বহু ধরনের বিধি লাগু করা হয়েছে। একনজরে দেখা যাক, উৎসবের মরশুমের মাঝেও ভারতের করোনা পরিস্থিতি।আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে যে শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে ভারতে আক্রান্ত হয়েছেন ৩০,৭৭৩ জন।

সুস্থ হয়েছেন ৩৯,৯৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০৯ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ৩,৩২,১৫৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,৩৪,৪৮,১৬৩ জন। মোট সুস্থতার সংখ্যা ৩,২৬,৭১,১৬৭ জন, মোট মৃতের সংখ্যা ৪,৪৪,৮৩৮ জন। মোট ভ্যাকসিনেশনের পরিমাণ ৮০,৪৩,৭২,৩৩১ জন।

শেষ ২৪ ঘণ্টায় করোনা টিকা পেয়েছেন ৮৫,৪২,৭৩২ জন।গতকাল অর্থাৎ ১৮ সেপ্টেম্বরের করোনা রিপোর্টে জানানো হয়েছে করোনার জেরে আক্রান্ত হয়েছেন ৩৫,৬৬২ জন। রিপোর্ট বলছে, গত পরশির চেয়ে গতকালের রিপোর্টে যে করোনার সংখ্যা এসেছে তাতে দৈনিক করোনার বৃ্দ্ধি ৩.৬৫ শতাংশ হয়েছে।

এর আগে ২৪ ঘণ্টায় করোনার বৃদ্ধি ১২.৫ শতাংশ ছিল। এদিকে, গতকালের রিপোর্টে বলা হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে ২৮১ জন মারা গিয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা, ৩,২৬,৩২,২২ জন।প্রসঙ্গত, করোনা ঠেকাতে বারবার টিকাকরণের দিকে, নজর রাখছে কেন্দ্র।

যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে করোনার জেরে টিকাকরণ রীতিমতো দ্রুতহারে বাড়ানো হচ্ছে। সেই জায়গা থেকে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা টিকা দেওয়া হয়েছে ৮৫ লাখ মানুষকে।এদিকে, কর্ণাটকের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। সেরাজ্যে প্রবলভাবে দাপট বাড়াতে শুরু করে দিয়েছে করোনা।

ইতিমধ্যেই সেরাজ্যের ১২ টি জেলায় হু হু করে বাড়ছে শিশুদের জরের কেস। যা নিয়ে স্থানীয়ভাবে করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা প্রকট হচ্ছে এই পরিস্থিতিতে। এদিকে, বলা হচ্ছে যে, এই জ্বর সামান্য ফ্লু মাত্র, তবে সতর্কতা অবলম্বন করেই চলার বার্তা দিয়েছে কেন্দ্র।

এদিকে করোনার জেরে কেরলের কোভিড সংখ্যার কেস নামতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে কেরলে দৈনিক ৩০ হাজারের কাছাকাছি আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। সেই জায়গা থেকে আক্রান্তের সংখ্যা ১১ হাজারের কাছে নেমে এসেছে। ফলে আপাতত কেরলের কোভিড গ্রাফ নিম্নমুখী বলে মনে করা হচ্ছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *