স্টাফ স্পেশ্যাল ট্রেনে বাড়ল যাত্রী সংখ্যা, সঙ্গে আয় বাড়ল রেলেরও

স্টাফ স্পেশ্যাল ট্রেনে বাড়ল যাত্রী সংখ্যা, সঙ্গে আয় বাড়ল রেলেরও

ব্যুরো রিপোর্ট: করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গত মে মাসে রাজ্যে বন্ধ হয়েছিল লোকাল ট্রেন। তবে চালু ছিল স্টাফ স্পেশ্যাল ট্রেন। মে থেকে জুলাই পর্যন্ত এই স্পেশ্যাল ট্রেন চালিয়ে রেলের কোটি টাকারও বেশি আয় হয়েছে বলে তথ্য সামনে এসেছে।

সূত্রের খবর, মে মাসে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে ১৮ লক্ষ ১১ হাজার যাত্রী যাতায়াত করেছেন এই স্পেশ্যাল ট্রেনগুলিতে তাতে রেলের আয় হয়েছে ৬৪ লক্ষ ৬৫ হাজার টাকা।

জুন মাসে ১৮ লক্ষ ৪৮ হাজার যাত্রী যাতায়াত করেছেন। ফলে ওই মাসে রেলের আয় হয়েছে ৭১ লক্ষ ৩১ হাজার টাকা।

জুলাই মাস এখনও শেষ হতে কিছুদিন বাকি। তবে জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় ৩১ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেছেন। ফলে রেল ইতিমধ্যে উপার্যন করে ফেলেছে ১ কোটি ১৫ লক্ষ ৪৬ হাজার টাকা।

এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, লোকাল ট্রেনে যাত্রীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি বাড়ছে আয়ও। এই জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিয়ালদহ ডিভিশনে দিনে এখন চলে ৪৬২ টি লোকাল ট্রেন। সেই সংখ্যা ৭২টি বাড়ানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে হাওড়া ডিভিশনে দিনে চলে ২০৪টি লোকাল ট্রেন। এই ডিভিশনে আরও ১০ লোকাল ট্রেন বাড়ানো হবে।   

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *