কোভিডের আগেই বেড়েছে বেকারত্বে আত্মঘাতীদের সংখ্যা, জানাচ্ছে কেন্দ্রীয় রিপোর্ট

কোভিডের আগেই বেড়েছে বেকারত্বে আত্মঘাতীদের সংখ্যা, জানাচ্ছে কেন্দ্রীয় রিপোর্ট

ব্যুরো রিপোর্ট:  ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বছরে ২ কোটি চাকরি দেবেন তিনি। তবে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর ৭ বছর পেড়িয়ে গেলেও দেশবাসীর জন্য চাকরির ভাড়ার শূন্য এখনও।

শুধু তাই নয় মোদি সরকারের আমলে বেকারদের আত্মহত্যার প্রবণতা শেষ ৪ বছরে বেড়েছে ২৪ শতাংশ। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন সংস্থা ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (এনসিআরবি)। যার ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে কেন্দ্রের বিজেপি সরকারের।

সম্প্রতি এনসিআরবি-র তরফে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ২০১৬ সালে বেকারত্বের কারণে দেশে আত্মহত্যার সংখ্যা ছিল ২,২৯৮ জন। ২০১৯ সালে তা বেড়ে হয় ২,৮৫১।

মধ্যবর্তী সময়ে ২০১৭ সালে ২,৪০৪ এবং ২০১৮ সালে ২,৭৪১ জন বেকার আত্মঘাতী হন। বেকারত্বের জেরে আত্মহত্যায় দেশের শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক। জানা যাচ্ছে আত্মহত্যার নিরিখে তুলনামূলক অনেক ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

২০১৯ সালে বাংলায় আত্মহত্যার ঘটনা মাত্র ৪০।করোনা পরিস্থিতির জেরে দেশে বেকারত্বের হার বাড়ছে বলে বিজেপি তরফে দাবি করা হলেও। কোভিড-১৯ সংক্রমণের আগেই মোদী জমানায় বেকারত্বের হার পৌঁছে গিয়েছিল ৪৫ বছরের সর্বোচ্চে।

প্রতিবারই পরিস্থিতিতে তা আরও অবনতির দিকে যায়। তবে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা করোনা পরিস্থিতির আগে দেশে বেকারত্ব ও আত্মহত্যার আসল ছবিটা প্রকাশ্যে এনে দিয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *