ব্যুরো রিপোর্ট: বিদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি নিলাম হল বড় অঙ্কের টাকায়। ছবিটি নিলাম হয়েছে পাঁচ লক্ষ পাউন্ডে। ভারতীয় মুদ্রায় যা পাঁচ কোটি টাকা।
কবিগুরুর আঁকা ছবি নিলাম করেছে ক্রিস্টিজ নামক একটি সংস্থা। অবশ্য নিলামের আগে এই ছবিটির কোনও নাম ছিল না।
কিন্তু, নিলামের জন্য ওয়েবসাইটে এই ছবিটি দেওয়ার সময় তার নাম ক্রিস্টিজ সংস্থা রাখে ‘যুগল’। তবে ছবিটি কে কিনেছে তাঁর নাম প্রকাশ্যে আনা হয়নি। জানা গিয়েছে, বিশ্বকবি এই ছিবিটি এঁকেছিলেন ১৯৩০ সালে।
২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি। সম্প্রতি এই ছবিটি প্যারিসের একটি গ্যালারিতেও প্রদর্শিত করা হয়েছিল। জানা যাচ্ছে, সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে এই ছবিটি কিনেছিলেন এক জার্মান দম্পত্তি। তবে এর পর তাঁদের উত্তরসুরীরা এই ছবিটি নিলাম সংস্থাকে দেন। নিলামে যার দাম ওঠে কোটি কোটি টাকায়।