ব্যুরো রিপোর্ট: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ হারাতে বসেছিলেন এক অন্তঃসত্ত্বা তরুণী। তবে, ষ্টেশনের দায়িত্বে থাকা এক আরপিএফ কর্মীর তৎপরতায় প্রাণে বাঁচলেন বাঁচলেন তিনি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণ রেল ষ্টেশনে।
রেল পুলিশ সূত্রে খবর, বন্দনা তাঁর স্বামী ও এক সন্তানকে নিয়ে গোরক্ষপুর থেকে মুম্বই এসেছিলেন। ফেরার সময় কল্যাণ স্টেশন থেকে ট্রেন ধরার কথা ছিল তাঁদের। তবে সেই স্টেশন থেকে ভুল ট্রেনে উঠে পড়েছিলেন তাঁরা।
কিন্তু, ভুল বুঝতে পেরে ট্রেন থেকে নামতে যান তাঁরা। তবে ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। আর তখনই নামতে গিয়ে হয় বিপত্তি।চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হড়কে ট্রেনের তলায় ঢুকে যেতে বসেছিলেন ওই তরুণী।
কিন্তু, সেই সময় ষ্টেশনে থাকা এক আরপিএফ কর্মী এস আর খণ্ডেকর তাঁকে ধরে নেন। ফলে প্রাণে বাঁচেন ওই অন্তঃসত্ত্বা তরুণী। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও নেটমাধ্যমে প্রকাশিত করেছে মধ্য রেলের জনস্বার্থ আধিকারিক। যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।