ব্যুরো রিপোর্ট: টানা বর্ষণে ডুবেছে রাজ্যের একাধিক জায়গা। বুধবার সেই পরিস্থিতি খতিয়ে দেখতে উদয়নারায়ণপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে তার আগে মুখ্যমন্ত্রীকে ফোন করে বন্যা পরিস্থিতির খবরাখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী পদক্ষেপ করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।কয়েকদিনের প্রবল বর্ষণে হাওড়া, হুগলীর বন্যা পরিস্থিতি এবং ঘাটালের জলমগ্ন হওয়ার দৃশ্য দেখেছে রাজ্যবাসী।
মঙ্গলবার উদয়নারায়ণপুরে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এই কিশোরীর। পাশপাশি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষও ঠাঁই নিয়েছে ত্রান শিবিরে।
বুধবার আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখার কথা থাকলেও, আবহাওয়ার কারণে সড়কপথে উদয়নারায়ণপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রেকেই আক্রমণ করেছেন রাজ্যের সেচমন্ত্রী।