ব্যুরো রিপোর্ট: তালিবান কবলে আফগানিস্তান। বিশ্বজুড়ে আফগানিস্তানকে ঘিরে ছড়িয়ে পড়েছে ভয়ের পরিবেশ। ভীত ভারতীয়রাও। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনের ভয় দূর করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তালিবানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, “ধ্বংসাত্মক শক্তি, যারা ভুল পথে ক্ষমতা কায়েম করে, তারা সাময়িক ভাবে শাসন করতে পারে। তবে তাদের উপস্থিতি স্থায়ী নয়,
কারণ তারা কোনও ভাবে মানবতাকে ধ্বংস করতে পারবে না।”শুক্রবার গুজরাটের সোমনাথ মন্দিরে একাধিক প্রকল্প উদঘাটন করেন প্রধানমন্ত্রী।
সেই অনুষ্ঠানেই আফগানিস্তানে তালিবানরাজ কায়েম হওয়া নিয়ে প্রথমবার মুখ খোলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, “সোমনাথ মন্দিরে বারবার হামলা হয়েছে। মূর্তি ভাঙা হয়েছে।
অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু বারবারই সোমনাথ মন্দির স্বমহিমায় ফিরে এসেছে। সেটাই আমাদের উদ্বুদ্ধ করে। এই নিয়ে তালিবানদের প্রতি কড়া হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।