ব্যুরো রিপোর্ট: তাজপুরে বন্দর তৈরির প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের তরফে বিজ্ঞপ্তি দিয়ে টেন্ডার ডাকা হয়েছে। বলা হয়েছে, ২০ ডিসেম্বরের মধ্যে টেন্ডার নিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
বন্দর তৈরির জন্য একহাজার একর জমি দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই জমি চিহ্নিত করণের কাজ শুরু হয়েছে। তাজপুর ও
শঙ্করপুরের মধ্যে তিন কিমি এলাকা জুড়ে সমুদ্র বন্দর তৈরির জন্য রাজ্য সরকার সড়ক ও রেলপথ তৈরি করবে। সরকারি ও বেসরকারি অংশীদারিতে এই কাজ করা হবে।