ব্যুরো রিপোর্ট: বাল্যবিবাহকে আইনি বৈধ্যতা দেওয়ার পথে হাঁটছে রাজস্থানের কংগ্রেস সরকার? সে রাজ্যের বিধানসভায় শিশু বিবাহ নথিভুক্তকরণ বিল পাশ হওয়ার পর এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। শুক্রবার ধ্বনি ভোটে এই বিল পাশ হওয়ার পর বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা।
বিজপির তরফে প্রশ্ন করা হয়েছে, এই বিল আনার কী প্রয়োজন ছিল? তাহলে কি কংগ্রেস সরকার বাল্যবিবাহের পক্ষে দাঁড়াচ্ছে?তবে সুপ্রিম কোর্টের এক রায়ের জেরে এই আইন সংশোধন করতে হয়েছে বলে জানিয়েছে রাজস্থানের কংগ্রেস সরকার।
নতুন বিল অনুযায়ী, নাবালিকার বিয়ের ৩০ দিনের মধ্যে তাঁর বাবা ও মাকে যাবতীয় নথিপত্র সরকারের কাছে জমা দিতে হবে। অবশ্য এই বিলটি পাশের পর বিধানসভার জন্য এটি কালোদিন বলে জানিয়েছে বিজেপি।
অবশ্য এই বিষয় নিয়ে রাজস্থানের পরিষদীয় বিষয়ক মন্ত্রী শান্তি ধারিওয়াল বলেছেন, ‘বিজেপি বলছে এতে বাল্যবিবাহকে নৈতিক সম্মতি দেওয়া হচ্ছে।
কিন্তু সংশোধনীর কোথাও এমন কথা বলা নেই। বিয়ের শংসাপত্র একটি গুরুত্বপূর্ণ নথি। এটা না থাকলে বিধবাদের জন্য সরকারি যে সমস্ত সরকারি প্রকল্প আছে, তার সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয় বহু মানুষকে।‘