ব্যুরো রিপোর্ট: আগামী ১৫ আগস্ট লালকেল্লায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কৃষক আন্দোলনের আঁচ এখনও কমেনি।
সেই কারণে প্রধানমন্ত্রীর ভাষণে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য শিপিং কন্টেনার বসিয়ে উচু দেওয়াল তুলে লালকেল্লা ঘিরে ফেলা হচ্ছে।
গত ২৬ জানুয়ারি কৃষক আন্দোলনের আঁচ গিয়ে পড়েছিল লালকেল্লায়। সে দৃশ্য দেখেছিল গোটা দেশ। সেই দৃশ্য যাতে আগামী ১৫ আগস্ট না দেখতে হয় সেই কারণে আগাম সতর্কতা নেওয়া হল।
শুধু তাই নয়, সম্প্রতি কাশ্মীর বিমানঘাঁটিতে যে ড্রোন হামলা হয়েছিল, সেই বিষয়টিও মাথায় রাখা হচ্ছে বলে খবর সূত্রের।