টেক্সাসে ইহুদি উপাসনালয়ে জঙ্গির হাতে বন্দি সবার মুক্তি ১০ঘণ্টা পর

টেক্সাসে ইহুদি উপাসনালয়ে জঙ্গির হাতে বন্দি সবার মুক্তি ১০ঘণ্টা পর

ব্যুরো রিপোর্ট:  আমেরিকার টেক্সাসে ইহুদি উপাসনালয়ে ১০ ঘণ্টা ধরে বেশ কয়েকজনকে বন্দি রেখেছিল এক জঙ্গি। শেষ পর্যন্ত সেই বন্দিদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।

গ্রেগ জানান, সব বন্দিদেরই অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে ঘটনাস্থলে থাকা বহু সাংবাদিকরা দাবি করেছেন যে সেখানে বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পেয়েছেন তাঁরা।

তবে জঙ্গিকে ধরা সম্ভব হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।জানা যায়, টেক্সাসের কলিভিলে ইহুদিদের উপাসনালয়ে গিয়ে চার ইহুদিকে বন্দি করে এক সশস্ত্র জঙ্গি।

জঙ্গির দাবি ছিল, মার্কিন জেলে বন্দি থাকা এক পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানীর মুক্তি দিতে হবে। উল্লেখ্য, যে পাক বিজ্ঞানীর দাবি জঙ্গিটি পেশ করেছে, তিনি আফগানিস্তানে এক মার্কিন সেনাকে খুনের চেষ্টা করার দায়ে ধৃত।

ঘটনায় জঙ্গির সঙ্গে কথা বলে বাকি বন্দিদের ছাড়ানোর চেষ্টা করছিলেন এফবিআই-এর আধিকারিকরা। ঘটনার দিকে নজর রেখে চলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের, ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

জঙ্গির মূল দাবি, আফিয়া সিদ্দিকির মুক্তি। আফিয়া একজন পাকিস্তানি নিউরোসায়েন্টিস্ট।ইহুদিদের বন্দি বানানো জঙ্গির প্রকৃত পরিচয় সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রশাসন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *