ব্যুরো রিপোর্ট: অভিনয় চলাকালীন সেটের নীচে চাপা পড়ে মারা গেলেন রুশ অভিনেতা ইভজেনি কুলেশ। এই ঘটনাটি ঘটেছে শনিবার। জানা গিয়েছে, ৩৮ বছর বয়সী অভিনেতা অপেরায় অভিনয় করার সময় এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটানাটি ঘটেছে বলশয় থিয়েটারে। সিন বদলের সময় সেট ভেঙে নীচে পড়ে। আর তার নীচেই চাপা পড়েন কুলেশ। দর্শকরা প্রথমে এটি অভিনয়ের অংশ হিসেবে ভাবলেও, পরে তাঁদের সেই ভুল ধারণা দূর হয়।
ভেঙে পরা সেটের অংশ প্রচণ্ড ভারী থাকায় সেখানে উপস্থিত মানুষরা তা তুলতে পারেনি। পরে পুলিশ ও দমকলবাহিনী এসে রুশ অভিনেতার থেতলানো দেহ উদ্ধার করে।
অভিনয়ের সিনে যে দিকে হাঁটার কথা তার উল্টো দিকে হাঁটছিলেন কুলেশ। সেই সময় সেট ভেঙে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে থিয়েটারের কর্তৃপক্ষ। তবে এই ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগেও এই থিয়েটারে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০০২ সালে বলশয় থিয়েটারে যোগ দিয়েছিলেন কুলেশ। দু’দশক ধরে অভিনয় করেছেন তিনি।