ব্যুরো রিপোর্ট: এদিন কালীঘাটের স্কাইওয়াকের ভিত্তিস্থাপন করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি এদিন জানিয়েছেন যখন দক্ষিণেশ্বরের স্কাইওয়াক হচ্ছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কালীঘাটের একটা এরকম স্কাইওয়াক হোক।
মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় কালীঘাটে স্কাইওয়াক হচ্ছে বলে জানালেন ফিরহাদ হাকিম। পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় মশারি বিতরণ করেছেন বিজেপির রাহুল সিনাহ । সেই কথার পরিপেক্ষিতে ফিরহাদ হাকিম জানিয়েছেন যদি তা না করে কতজন মানুষ সারা পশ্চিমবঙ্গে ভ্যাকসিন পায়নি তার নোটিফিকেশন দিলে বা তালিকা দিলে অনেক ভালো হতো।
তাছাড়া কলকাতা শহরে এখন ম্যালেরিয়া ডেঙ্গু অনেক কম। বাইপাসের ধারে কিছু ওয়ার্ডে ম্যালেরিয়া সংখ্যা একটু হলেও রয়েছে এবং সারা কলকাতায় সাড়ে ৩০০ কেস হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন ধীরে ধীরে বিভিন্ন বিজেপি থেকে মানুষ এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে।
একদিন শুভেন্দু অধিকারী এসেও তৃণমূলের মাথা নোয়াবে সেই দিনটি দেখতে চান ফিরহাদ হাকিম এবং বিভিন্ন জায়গায় সারাদেশে বিজেপি ভরাডুবি হবে তা এককথায় জানিয়েছেন ফিরহাদ হাকিম। অন্যদিকে তিনি জানিয়েছেন পুজোর পরেই যে চারটি জায়গায় উপনির্বাচন আছে তাতে সবকটা জায়গাতেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে।