বায়ু দূষণ প্রতিরোধে ভারতে প্রথম বসানো হল স্মগ টাওয়ার

বায়ু দূষণ প্রতিরোধে ভারতে প্রথম বসানো হল স্মগ টাওয়ার

ব্যুরো রিপোর্ট:  বায়ু দূষণের হাত থেকে দিল্লিকে রক্ষা করতে দেশে প্রথম স্মগ টাওয়ার বসানো হল দিল্লিতে। জানা গিয়েছে এই টাওয়ারের উচ্চতা ২৪ মিটার। এই টাওয়ার এক কিলো মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা বাতাস পরিষ্কার করতে সক্ষম।

দিল্লিতে বসানো এই স্মগ টাওয়ারের উদ্বোধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও আনন্দ বিহার এলাকায় একটি স্মগ টাওয়ার বসিয়েছে কেন্দ্রীয় সরকার।

দিল্লিতে প্রতিবছর শীতকালে বায়ু দূষণের তীব্রতা বাড়ে। বায়ুদূষণে লাগাম দিতে জেনারেটর ব্যবহার বন্ধ, গাড়ির জোড়-বিজোড় নীতি নির্মাণ ইত্যাদি, একাধিক পদক্ষেপ নিতে হয় সরকারকে। এবার বায়ু দূষণ নিয়ন্ত্রণে বসানো হল স্মগ টাওয়ার ।

দিল্লির কনট প্লেসে দেশের প্রথম স্মগ টাওয়ারের উদ্বোধন করা হল বলে জানা গিয়েছে‌। সুত্রের খবর আগামী ৩১ শে আগস্ট থেকে পুরোদমে কাজ শুরু করে দেবে এই টাওয়ারটি। এই প্রযুক্তি আমদানি করা হয়েছে আমেরিকা থেকে।

জানা গিয়েছে টাওয়ারটি তৈরি করেছে টাটা প্রজেক্ট লিমিটেড। এছাড়াও আইআইটি দিল্লি এবং আইআইটি বোম্বের সাহায্য নেওয়া হয়েছে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রায় জানিয়েছেন,

‘কুড়ি মিটারের বেশি উচ্চতার আশেপাশের এক কিলোমিটার পরিধির বাতাসের গুণমান শুদ্ধের কাজ করবে এই স্মগ টাওয়ার। এছাড়াও বর্ষার পর পুরো ক্ষমতায় কাজ শুরু করা হবে। করোনা পরিস্থিতির জন্য স্মগ টাওয়ার বসানোর কাজে বিলম্ব ঘটেছিল।

‘জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসে এই টাওয়ার বসানোর অনুমোদন দিয়েছিল দিল্লির মন্ত্রিসভা। প্রতিবছর বায়ুদূষণের জেরে ক্ষতিগ্রস্ত হয় দিল্লি। এই পরিস্থিতিতে বায়ু দূষণ মুক্ত করতে দিল্লি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *