ব্যুরো রিপোর্ট: কলকাতা পুলিশ হাসপাতালের দায়িত্ব নিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর এবার কলকাতা পুলিস হাসপাতাল হাতে নিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। মে মাসের ২৪ তারিখ থেকে কলকাতা পুলিস হাসপাতালে পরিষেবা দিতে শুরু করে মেডিকা।
পরিকাঠামো উন্নয়ন করে অত্যাধুনিক মেডিক্যাল ইকুইপমেন্ট নিয়ে শুরু হয় পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে পরিষেবার শুভ সূচনা করেন। তারপর থেকে অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত পুলিস হাসপাতালে তাদের পরিষেবা দিয়েছে মেডিকা কর্তৃপক্ষ।
তবে এবার এই পুলিস হাসপাতালের দায়িত্ব নিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। লালবাজার সূত্রের খবর, মেডিকা কর্তৃপক্ষ পুলিস হাসপাতালের দায়িত্ব ছাড়ছে চলতি সপ্তাহেই। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য দফতর পুলিস হাসপাতালের দায়িত্ব নিয়ে তা হস্তান্তর করা হবে এসএসকেএম কর্তৃপক্ষকে।
চলতি সপ্তাহে রাজ্য স্বাস্থ্য দফতর ও কলকাতা পুলিসের মধ্যে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিল এসএসকেএম কর্তৃপক্ষ।এসএসকেএম সূত্রে খবর, আলোচনা হয়েছে। কলকাতা পুলিস হাসপাতাল তাদের হাতে হস্তান্তর হলে সেটি অ্যানেক্স হাসপাতাল করা হবে।
সেখানে পুলিস কর্মীদের যেমন চিকিৎসা পরিষেবা মিলবে, তেমন সাধারণ মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা থাকবে।লালবাজার সূত্রে খবর, এসএসকেএম কর্তৃপক্ষ পুলিস হাসপাতালে পরিষেবা দিলেও তাতে পুলিস কর্মীদের জন্য ২৫-৩০ শতাংশ বেড সংরক্ষিত থাকবে।
বাকি ২৫০ থেকে ৩০০ বেড থাকবে সাধারণ মানুষের জন্য। আরও খবর, অগস্টের শেষ সপ্তাহের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবং পরিষেবা শুরুর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মেডিকার দায়িত্ব মিটতেই তারা নিজেদের মেডিক্যাল ইকুইপমেন্ট, বেড সরিয়ে ফেলার কাজ শুরু করেছে।