ব্যুরো রিপোর্ট: পঞ্জশির উপত্যকার দখল নিয়ে আফগানিস্তানজুড়ে বিজয়োল্লাসে মাতল তালিবান। কোথাও গুলি-বন্দুকে উল্লাসে মেতে ওঠে। কোথাও আকাশ ভরে ওঠে আতসবাজির রোশনাইতে।
এই অবস্থায় আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, তালিবানদের ছোড়া গুলিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কয়েকজন।জানা গিয়েছে, পঞ্জশির দখলে নেওয়ার পর কাবুলে বিজয় উৎসব পালন করে তালিবরা।
সেই সময়ই তাদের ছোড়া গুলিতে মারা যান অনেকে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুরাও রয়েছে। ১৫ অগাস্ট কাবুল দখলের পর, ধীরে ধীরে আফগানিস্তান দখল করতে পারলেও পঞ্জশিরে আধিপত্য বিস্তার করতে পারেনি তালিবান।
দুর্গম পার্বত্য উপত্যকায় লড়াই করছেন আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ, আহমেদ মাসুদ ও তাঁদের দলবল।
পঞ্জশির প্রদেশে তালিবানদের সঙ্গে যুদ্ধ করছে নর্দান অ্যালায়েন্স। সেই পঞ্জশির তাদের দখলে এসেছে বলে শুক্রবার দাবি করেছে তালিবান।