তালিবানদের বিশ্বাস নেই, দূতাবাস খালি করার তৎপরতা শুরু করল ভারত

তালিবানদের বিশ্বাস নেই, দূতাবাস খালি করার তৎপরতা শুরু করল ভারত

ব্যুরো রিপোর্ট:  আফগানিস্তানে ক্রমশ বাড়ছে উত্তাপ। একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করে চলেছে তালিবানরা। মার্কিন ন্যাটো বাহিনী ফিরে যাওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে তালিবানদের দাপট।

গজনী, কান্দাহার, লস্করগাহ সহ একের পর এক গুরুত্বপূর্ণ শহর তালিবানদের দখলে চলে গিয়েছে। আফগানিস্তানের পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত মোদী সরকার। সূত্রের খবর শীঘ্রই আফগানিস্তানে দূতাবাসের কর্মীদের ভারতে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হবে।

২০ বছর পর একের পর মার্কিন ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়েছে। তারপরেই ফের মেজাজে ফিরতে শুরু করেছে তালিবানরা। একের পর এক শহর নিজেদের দখলে নিতে শুরু করেছে তারা। আফগানিস্তানের দক্ষিণ ভাগের অধিকাংশ এলাকাই তালিবানদের দখলে আসতে শুরু করে দিয়েছে।

তালিবানদের হাতে একাধিক আফগান সেনা আত্মসমর্পণ করতে শুরু করেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কয়েকদিন আগেই। তাই নিয়ে ফের তালিবানদের শক্তিবৃদ্ধি হতে পারে আশঙ্কায় প্রমাদ গুণছে গোটা বিশ্ব।

ইতিমধ্যেই তালিবানদের দখলে চলে গিয়েছে একাধিক শহর। দক্ষিণ আফগানিস্তানের গজনীর দখল নিয়েছে তালিবানরা। সেখানকার অধিকাংশ সরকারি দফতর এবং পুলিশের হেডকোয়ার্টার তালিবানদের দখলে চলে গিয়েছে।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১৫০ কিলোমিটার দূরে গজনী। তারপরেই একে একে কান্দাহার এবং লস্করগাহ তালিবানদের দখলে চলে এসেছে। কান্দাহার আফগানিস্তানের অন্যতম বড় শহর।

সেটা তালিবানদের দখলে চলে আসায় বেশ উদ্বেগে রয়েছে আফগান সরকার। কান্দাহারের পরেই হেরাট আন্তর্জাতিক বিমানবন্দরও তালিবানদের দখলে চলে এসেছে। সূত্রের খবর হেরাট বিমানবন্দরের কর্মীরা তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছেন।

তালিবানরা দ্রুত আফগান রাজধানী কাবুলের দিকে এগোচ্ছে। কাবুল থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে রয়েছে তারা। কাবুল রক্ষা করতে মার্কিন ন্যাটো বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। আমেরিকা থেকে ইতিমধ্যেই আফগানিস্তানে পৌঁছে গিয়েছে ৩০০০ ন্যাটো বাহিনী।

তারা কাবুল রক্ষায় কাজ করছে। তালিবানদের রুখতে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছিল আফগান সরকার। কিন্তু সেই প্রস্তাব কতটা কােজ আসবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

এদিকে গত কয়েকদিন আফগানিস্তানের অবস্থা নিয়ে চিন্তিত বিশ্বের একাধিক দেশ। তারা সম্মিলিত হয়ে দফায় দফায় বৈঠক করেছে। তালিবানদের শক্তি বৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছে রাশিয়া, আমেরিকা।

আফগানিস্তানের অবস্থা দেখে সেখানে বসবাসকারী ভারতীয়দের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে আফগানিস্তানে বসবাসকারী শিখ এবং হিন্দুদের রক্ষার আবেদন জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন ভারত সেখানে সেনা পাঠিয়ে ভারতীয়দের সেখান থেকে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বিজেপি সাংসদ। এদিকে আবার সূত্রের খবর ভারতীয় দূতাবাসের কর্মীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিতে শুরু করেছে ভারত সরকার। গতকাল থেকে ভারতীয়দের সেখানে অপহরণের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছিলন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *