ভারতের সাথে আফগানিস্তানের আমদানি-রপ্তানির সম্পর্ক ছিন্ন করল তালিবান গোষ্ঠী

ভারতের সাথে আফগানিস্তানের আমদানি-রপ্তানির সম্পর্ক ছিন্ন করল তালিবান গোষ্ঠী

ব্যুরো রিপোর্ট:  কাবুল দখল নেওয়ার পর এবার ভারতের সঙ্গে সমস্ত রকমের আমদানি-রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তালিবান গোষ্ঠী। ফেডারেশন অফ এক্সপোর্ট অর্গানাইজেশন-এর ডিরেক্টর জেনারেল ডক্টর অজয় সহায় জানান,

পাকিস্তান হয়ে যে পথ ধরে ভারতে পন্য আসে এবং এখান থেকে যায়, সেই পথ বন্ধ করে দিয়েছে তালিবানরা। ডক্টর অজয় সহায় আরও জানান, আফগানিস্তানের অন্যতম বড় বাজার হল ভারত। আফগানিস্তানে চিনি, সার, চা, কফি, মশলা রপ্তানি করে ভারত।

আফগানিস্তান থেকে মূলত ড্রাই ফ্রুটস, গাম এবং পেঁয়াজ আমদানি করে থাকে ভারত। আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আশায় রয়েছেন। তাদের ধারনা শীঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি। ২০২১-এ এখনও পর্যন্ত প্রায় ৮৩৫ মিলিয়ন মার্কিন ডলারে ব্যবসা করেছে এই দুই দেশ।

তিনি বলেন, “আফগানিস্তানের পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। পাকিস্তানের যে ট্রান্সসিট রুট দিয়ে পন্য আসা-যাওয়া করত সেই পথ এখন বন্ধ করে দিয়েছে তালিবানরা। ফলে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে উত্তর-দক্ষিণ ট্রান্সপোর্ট করিডর খোলা রয়েছে। একই ভাবে খোলা রয়েছে দুবাই দিয়েও পন্য আমদানি-রপ্তানি।“

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *