ব্যুরো রিপোর্ট: আফগানিস্তানে একটি পার্কে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তালিবানের বিরুদ্ধে। আফগানিস্তানের এক মানবধিকার কর্মী নেটমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে এমনটাই দাবি করেছে।
ইসলাম ধর্মে মূর্তি পূজো নিষিদ্ধ। অভিযোগ, সেই কারণেই ওই পার্কে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় তালিবান। যে ভিডিওটি নেটমাধ্যমে দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে,
একটি পার্কে দাউদাউ করে জ্বলছে আগুন। ভিডিওটি শেয়ার করে ইহতেশাম আফগান লিখেছেন, উত্তরের জৌজান প্রদেশেরর শেবেরগানের বেগা এলাকার একটি পার্কে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে তালিবান।
মঙ্গলবার রাতে ওই পার্কে এই আগুন লাগানো হয়েছে বলে দাবি করেছে ওই মানবধিকার কর্মী। অবশ্য কাবুলের ক্ষমতা দখল করার পর একটি পার্কে কাঁধে বন্দুক নিয়ে আনন্দ করতে দেখা গিয়েছিল তালিবানদের। তার পরেই এবার এই অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে।