আফগান বাহিনীকে দেওয়া ভারতের উপহার কব্জা করল তালিবান

আফগান বাহিনীকে দেওয়া ভারতের উপহার কব্জা করল তালিবান

ব্যুরো রিপোর্ট:  তালিবানরা ক্রমশই আফগানিস্তান দখল করে নিচ্ছে। যে গতিতে তাঁরা আফগানিস্তানের একেক্টা করে জায়গা দখল করছে আর মাস তিনেকের মধ্যেই তাঁরা রাজধানী কাবুলের ওপরও দখল নিয়ে নেবে বলে আশঙ্কা করছে মার্কিন প্রশাসন।

এরই মধ্যে তালিবান দাবি করেছে ভারত কর্তৃক আফগানিস্তানকে উপহার দেওয়া একটি এমআই-৩৫ অ্যাটাক হেলিকপ্টার তাঁদের দখলে চলে এসেছে। কুন্দুজ বিমানবন্দর থেকে কিছু ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে তালিবানেরা সেই হেলিকপ্টারটির পাশে দাঁড়িয়ে আছে।

২০১৯ সালে আফগান বায়ুসেনাকে একটি এমআই-৩৫ হেলিকপ্টার এবং তিনটি চিতা লাইট ইউটিলিটি হেলিকপ্টার ভারত উপহার দিয়েছিল।   হেলিকপ্টারের ছবি তারা দিলেও সেই ছবিতে হেলিকপ্টারের রোটর ব্লেডগুলি দেখা যাচ্ছে না।

অনুমান করা হচ্ছে, আফগান সৈন্য আগে থেকেই এই বিষয়টি আঁচ করতে পেরে ব্লেডগুলি খুলে নিয়েছে যাতে তালিবানেরা হেলিকপ্টার পেলেও ব্যবহার করতে না পারে। 

তালিবানদের দাবি, আফগানিস্তানের ৬৫ শতাংশ এখন তাঁদের দখলে। প্রতিদিন একের পর এক আফগান প্রদেশ তাঁরা দখল করছে। এক দিন আগেই তাঁরা তিনটি প্রদেশের রাজধানী এবং একটি স্থানীয় সেনা সদর দপ্তর কব্জা করেছে।

তালিবানদের দাবি, পরিবারপিছু এক জন পুরুষকে তাদের বাহিনীতে যোগ দিতেই হবে। আর পরিবারের দু’টি মেয়ে থাকলে তাদের মধ্যে এক জনকে কোনও তালিবান সেনার সঙ্গে বিয়ে দিতে হবে, এই শর্ত না মানলে পুরো পরিবারকে মেরে ফেলা হবে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এখনও তাঁদের বিশেষ যুদ্ধ বাহিনী, মিলিটারি এবং মার্কিন বায়ুসেনার ওপরেই ভরসা রেখে তালিবানদের সঙ্গে লড়াই করতে চাইছেন। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামীকাল দোহায় এক বৈঠকে বসবে প্রতিবেশী দেশগুলি।

সেখানে রাশিয়া, চিন, পাকিস্তানের সঙ্গে ভারতের প্রতিনিধিদেরও থাকার কথা। কারণ ৩১শে অগস্ট আমেরিকান ও ন্যাটো বাহিনী পুরোপুরি আফগানিস্তান থেকে চলে গেলে কী হবে, মূলত সেটাই আলোচনার বিষয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *