ব্যুরো রিপোর্ট: আগামী শনিবার নিউইয়র্কে সার্ক বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-এর বৈঠক হওয়ার কথা ছিল। তবে এই বৈঠকে নবগঠিত তালিবান সরকার আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক তা ছেয়েছিল পাকিস্তান।
কিন্তু, ভারত সহ অন্যান্য দেশ এতে আপত্তি করায় শেষমেশ বাতিল হল এই বৈঠক।আফগানিস্তানের তালিবান সরকার জনতার দ্বারা নির্বাচিত না হওয়ায় এবং সেখানে কোনও মহিলা প্রতিনিধি না থাকায় সেই সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত।
সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশকেও চিন্তা ভাবনা করা উচিত বলে জানিয়েছিলেন তিনি।
মূলত সার্ক অন্তর্ভুক্ত দেশগুলি হল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। এ বছর নেপাল এই বৈঠকের আয়োজক দেশ ছিল।
সূত্রের খবর, আফগানিস্তানকে ছাড়াই এই বৈঠক করার কথা জানিয়েছিল সার্ক গোষ্ঠীভুক্ত অন্যান্য দেশগুলি। তবে পাকিস্তান তাতে রাজি না হওয়ায় এই বৈঠক বাতিল হয়ে যায়।