ব্যুরো রিপোর্ট: গত ১৫ আগস্ট কাবুল দখল করেছে তালিবান। এর পরে মুখে তারা শান্তির বার্তা দিলেও, কর্মে তার উল্টো ছবিটাই দেখা গিয়েছে।
এবার তাদের বিরুদ্ধে পঞ্জশিরের বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তালিবানের বিরুদ্ধে। শুধু তাই নয়,
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজিক বংশভূত হওয়ায় তাঁকেও গুলি করে খুনের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
অন্যদিকে তালিবান সরকার স্কুল খোলার অনুমতি দিয়েছে। তবে তা শুধু পুরুষ শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য। অবশ্য তালিবানের নতুন নির্দেশে ছাত্রী অথবা শিক্ষিকাদের কথা উল্লেখ করা হয়নি।
এর ফলে দেশের প্রায় অর্ধেক নাগরিককে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে।
গত শুক্রবার ইউনিসেফ প্রধানও বলেছিলেন, কট্টর ইসলামপন্থী মেয়েদেরকে তাঁদের শিক্ষার অধিকার থেকেও বঞ্চিত করবে।